চুল বাঁচাতে সর্ষের তেল ব্যবহার করুন

চুল বাঁচাতে সর্ষের

জাভেদ হাবিব৷ হেয়ার স্টাইলিং-এর দুনিয়ায় তিনিই শাহরুখ খান৷ ভারতের ৯২ টি শহরে প্রতিষ্ঠিত করেছেন ৮০০  টির বেশি বিউটি পার্লার। আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ২৫০০ বিউটি পার্লার প্রতিষ্ঠা করবেন তিনি। বাংলাদেশেও তার কার্যক্রম শুরু হয়েছে।

চুল নিয়ে সাধারণ অনেক বিষয়েই মানুষের অজানা৷ সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সে সমস্ত কথাই জানালেন জাভেদ হাবিব৷

চুলের স্বাস্থ্য এবং কোয়ালিটি বজায় রাখা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন৷ এর থেকে বাঁচার সহজ উপায় কী?

জাভেদ হাবিব:  চুলের জন্য শুধুমাত্র বাজারের বিভিন্ন প্রডাক্ট বিভিন্ন সময় কিনতে বেশি আগ্রহী থাকেন মানুষ৷ সহজ উপায়ে যদি চুলের যত্ন নিতে হয়, তাহলে আমি বলব প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক৷ আরও ভালো হয়, যদি রোজ শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো যায়৷ আর সেই তেল হবে অবশ্যই সর্ষের তেল৷ কারণ এই ‍উপমহাদেশের ক্লাইমেটে সর্ষের তেল চুলের জন্য সবচেয়ে উপকারি৷ তাই চুল বাঁচাতে শ্যাম্পু করার আগে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করুন।

আপনি নিশ্চয় আমাকে এখন জিজ্ঞেস করবেন, শ্যাম্পুতে তো কেমিক্যালস রয়েছে৷ আমি বলব কেমিক্যাল কোন জিনিসে নেই? সাবান, টুথপেস্ট সবকিছুতেই৷ তাহলে ওগুলো যদি রোজ আমরা ব্যবহার করতে পারি, তাহলে শ্যাম্পুই বা নয় কেন৷

শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোটা কী তেলের বিকল্প হতে পারে?

জাভেদ হাবিব: দেখুন কন্ডিশনার জিনিসটা চুলের টেক্সচারের উপর নির্ভর করে৷ এক এক ধরনের চুলের ক্ষেত্রে এক এক ধরনের কন্ডিশনার৷ তাই সবচেয়ে ভালো হয়, রোজ তেল এবং শ্যাম্পু লাগানো৷ তাহলেই অনেক সমস্যার সমাধান হতে পারে৷ কলকাতা বা পূর্ব ভারতে যেমন বড় এবং ‘সিম্পল’ চুলের ট্রেন্ড৷ কিন্তু এখানকার আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ অনেক বেশি৷ তাই চুলে এবং মেখে তেলচিটে ভাবটাও বেশি থাকে৷ এখানে তো প্রতিদিন শ্যাম্পু করাটা আবশ্যিক৷

আরএম-১৩/০৯/০২ (লাইফস্টাইল ডেস্ক)