ত্বকে মধু ও নারকেল তেল একত্রে ব্যবহারে কী হয়?

ত্বকে মধু

নারকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে অন্যতম। এটি কোলাজেন উৎপাদন করে বলিরেখা প্রতিরোধে কাজ করে। মধুর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের নমনীয়তা বাড়িয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

উপাদান

১. এক টেবিল চামচ নারকেল তেল

২. আধা চা চামচ কাঁচা মধু

যেভাবে ব্যবহার করবেন

১. একটি পাত্রের মধ্যে দুটি উপাদান একত্রে নিয়ে ভালোভাবে মেশান।

২. এবার মুখ ও ঘাড়ে মিশ্রণটি মাখুন।

৩. এক ঘণ্টার জন্য এভাবে রেখে দিন।

৪. এবার মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন।

৫. ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন থেকে চার বার এই পদ্ধতি অনুসরণ করুন।

৬. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

নারকেল তেলের মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের কালো দাগ কমিয়ে ত্বক উজ্জ্বল করতে কাজ করে। আর মধু ত্বককে নরম ও উজ্জ্বল করে।

উপাদান

১. তিন টেবিল চামচ নারকেল তেল

২. আধা চা চামচ হলুদ গুঁড়া

৩. এক টেবিল চামচ মধু

৪. আধা চা চামচ লেবুর রস

যেভাবে ব্যবহার করবেন

১. একটি পাত্রের মধ্যে নারকেল তেল নিন।

২. এবার এর মধ্যে হলুদ গুঁড়া ও মধু মেশান।

৩. এবার লেবুর রস দিয়ে সব উপাদানগুলোকে ভালোভাবে মেশান।

৪. মুখ ধুয়ে মিশ্রণটি মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫. ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিন বার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

আরএম-১২/২২/০৫ (লাইফস্টাইল ডেস্ক)