সকালে ত্বক সজীব দেখাতে যা করবেন

সকালে ত্বক সজীব

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর সবাই নিজেকে স্নিগ্ধ ও সুন্দর দেখতে চায়। সুন্দর ত্বকের মূলমন্ত্রই হল পরিষ্কার- পরিচ্ছন্নতা৷ ত্বকের ময়লা ঠিকমতো পরিষ্কার করা না হলে ত্বক খসখসে, রুক্ষ ও অমসৃণ হয়ে পড়ে।

এ কারণে রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করা উচিত৷ রূপবিশেষজ্ঞদের মতে, ছোট ছোট কিছু দিকে খেয়াল রাখলে আর সামান্য যত্ন নিলেই ত্বক হয়ে উঠবে লাবণ্যময়।

সাধারণত রাতের রূপচর্চা নির্ভর করে ঋতু ও আবহাওয়ার ওপর। শীতকালে অতিরিক্ত লোশন লাগানোর সুযোগ থাকলেও গরমে সেটি ত্বকের জন্য ভাল নয়। তবে প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা জরুরি৷

যারা সারাদিন বাইরে কাজ করেন তাদের ত্বকে ধুলা জমে। এ এ কারণে রাতে বাড়ি ফেরার পর সারাদিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে উঠিয়ে দেওয়া জরুরি৷ রাতে ত্বকের যত্ন নিতে যা করবেন-

১. অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে নাইট ক্রিম ব্যবহার করেন৷ এটি করার আগে মুখে ভিটামিন ই সমৃদ্ধ তেল লাগিয়ে নিন৷ এরপর ক্রিম ব্যবহার করুন৷ এতে সকালে ত্বক স্নিগ্ধ দেখাবে।

২. ঘুমানোর আগে মুখে যদি কোনও ব্রণ দেখেন তাহলে ব্রণের উপর সামান্য দাঁত মাজার পেস্ট লাগিয়ে ঘুমিয়ে যান৷ এটি ব্রণ কমাতে সাহায্য করবে।

৩. চোখের নিচের কালো দাগ এড়াতে অ্যান্টি-রিংকেল সিরাম বা নাইট ক্রিম দারুণ কাজের হতে পারে৷ চোখের নিচে মাস্ক আকারে ব্যবহার করুন৷ সারা রাত এই ক্রিম বা সিরাম আপনার চোখের যত্ন নেবে এবং কালি দূর করবে৷

৪. ঘুমানোর সময় চুল ভেঙে যাওয়া একটি বড় সমস্যা৷ বালিশে এমন কভার ব্যবহার করুন যাতে বালিশে চুল আটকে যাবে না এবং মাথা এদিক ওদিক করলে চুল ঠিক থাকবে৷

৫. ঠোঁটকে পুষ্ট এবং সজীব রাখতে রাতে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান৷

৬. অনেকের দুই পা অনেক রুক্ষ এবং ফাটা দাগে পূর্ণ থাকে। রাতে ঘুমানোর আগে কিছু যত্ন করলে সকালে অবস্থার উন্নতি হবে৷ ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার পায়ে মেখে পাতলা সুতির মোজা পড়ে ঘুমিয়ে যান৷ এতে পা মসৃণ দেখাবে।

আরএম-০৯/৩০/০৬ (লাইফস্টাইল ডেস্ক)