বগলের কালো দাগ? দুটি উপায় মেনে দেখুন

বগলের কালো দাগ

বগলের কালো দাগ যে কারো জন্যই একটি অস্বস্তিকর বিষয়। আর এটি সৌন্দর্যহানিও ঘটায়। তবে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করলে কিন্তু এ দাগ খুব সহজে দূর করা যায়।

জানেন কি, বগলের কালো দাগ দূর করতে নারকেল তেল ও দুধ চমৎকার উপাদান? এ দুটো উপাদান ব্যবহার করে বগলের কালো দাগ দূর করার উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

নারকেল তেল

নারকেল তেলের মধ্যে রয়েছে ভিটামিন-ই। এটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে কাজ করে।

১. বগলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন।

২. ১০ থেকে ১৫ মিনিট এভাবে রেখে দিন।

৩. হালকা সাবান ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. ভালো ফলাফলের জন্য দিনে দুই থেকে তিনবার এ পদ্ধতি অনুসরণ করুন।

দুধ

দুধের মধ্যে থাকা ভিটামিন ও ফ্যাটি এসিড বগলের কালো দাগ কমাতে উপকারী। এটি ত্বককে নরম করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

একটি পাত্রে দুই টেবিল চামচ ননিযুক্ত দুধ নিন। এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা এবং এক চা চামচ দই দিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি বগলে মাখুন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার এ পদ্ধতি অনুসরণ করুন।

আরএম-১৩/০৪/০৭ (লাইফস্টাইল ডেস্ক)