জেনে নিন চোখের মেক-আপে ব্রাশের ব্যবহার

জেনে নিন চোখের

কথায় আছে, চোখ নাকি মনের কথা বলে! মন খারাপ বা ভাল, আনন্দ, দুঃখ, বিষাদ, সবই নাকি চোখে প্রকাশ পায়। আর এই কারণেই সবার নজর থাকে চোখের দিকে। তাই মেক-আপের ক্ষেত্রে চোখের মেক-আপ অত্যন্ত জরুরি। আর উপযুক্ত সাজের জন্য উপযুক্ত জিনিসও তো চাই। প্রসাধনীর যথাযথ ব্যবহার করতে লাগে সঠিক সরঞ্জাম। চোখ সাজানোর জন্য প্রয়োজন হয় নানারকম তুলি বা ব্রাশ। যেগুলি বাজারেও সহজলভ্য।

দেখে নিন কোন তুলির কী ব্যবহার:

অ্যাঙ্গেল ব্রাশ: অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে চোখের নিচের ভেতরের অংশে কাজল দেওয়ার জন্য অথবা ভ্রূ আঁকার জন্য ব্যবহার করা হয়।

মাসকারা কম্ব: মাসকারা কম্ব দিয়ে চোখের পাতায় মাসকারা তো দিতেই পারেন, এমনকি ভ্রূ-ও আঁচড়ে নিতে পারবেন।

আই ডিফাইন ব্রাশ: এই ব্রাশ দিয়ে চোখের বেজ করা হয়। চোখের পাতায় যে কোনও পাউডার অথবা ক্রিম আইশ্যাডো দেওয়ার জন্য আই ডিফাইন ব্রাশ ব্যবহার করতে হয়। এই ব্রাশ দিয়ে ভ্রূ-র ঠিক নিচের অংশকে হাইলাইট করা হয়।

ব্লেন্ডিং ব্রাশ: চোখে দুই-তিন ধরনের রঙের শেড একসঙ্গে ব্লেন্ড করার জন্য ব্যবহার করা হয় এই ব্লেন্ডিং ব্রাশ।

ভ্রূ-র চিরুনি: ভ্রূ-র চিরুনির এক পাশে মাসকারার চিরুনির মতো প্লাস্টিক তুলি থাকে আর অন্যপাশে থাকে চিরুনি। ভ্রূ আঁচড়ে সঠিক আকৃতি দিতে এই চিরুনি ব্যবহার করা হয়।

আইলাইনার ব্রাশ: নিজের মতো করে আইলাইনার চোখে লাগানোর ক্ষেত্রে এই ব্রাশ ব্যবহার করা হয়। খুব সরু এই ব্রাশ দিয়ে চোখে লাইন টানতে পারবেন।

স্মাজ ব্রাশ: চোখে স্মাজ ব্রাশ, স্মোকি আই অথবা আইশ্যাডো ব্লেন্ডিং করার জন্য ব্যবহার করা হয়।

আরএম-০৬/০৮/০৮ (লাইফস্টাইল ডেস্ক)