১৫ মিনিটেই দাগহীন উজ্জ্বল ত্বক দেবে সহজ এই ফেসপ্যাক

১৫ মিনিটেই

দৈনন্দিন নানা কাজে ঘরের বাইরে যেতে হয় প্রায় সব নারীকেই। এর ফলে রোদ আর ধুলাবালিতে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বকে নানা রকম সমস্যার পাশাপাশি কালো দাগও পড়ে এই কারণে। মাঝে মাঝে এই দাগ এতোটাই জেদি হয় যে, সহজে যেতে চায় না। তাই নিজের প্রতি হতে হবে যত্নবান।

ব্যস্ততার মাঝেও শুধুমাত্র ১৫ মিনিট সময় আপনাকে দেবে দাগহীন উজ্জ্বল ত্বক। এই ফেসপ্যাকটি তৈরির করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ফেসপ্যাকটি তৈরির ও ব্যবহার পদ্ধতি-

আলু, কাঁচা দুধ ও আমন্ড অয়েল

১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২ থেকে ৩ ফোটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও গ্লিসারিন

আপনার কাছে আমন্ড অয়েল না থাকলে আপনি গ্লিসারিন দিয়েও প্যাকটি বানাতে পারেন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২ থেকে ৩ ফোটা গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও মধু

এছাড়াও আপনি মধু ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারি।

আরএম-১৪/০৪/০৯ (লাইফস্টাইল ডেস্ক)