যেভাবে লিপস্টিক দীর্ঘস্থায়ী করবেন

যেভাবে লিপস্টিক

লিপস্টিক দেওয়ার কিছুক্ষণ পরই ঠোঁট থেকে গায়েব হয়ে যায় লিপস্টিক? এই বিড়ম্বনা থেকে বাঁচতে কয়েকটি সহজ ধাপ মেনে চলুন। অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে রঙ ছড়াবে লিপস্টিক।

১. চিনি আর নারকেল তেল একসাথে মিশিয়ে ঠোঁট হালকা ম্যাসাজ করে নিন। এতে ঠোঁটের খসখসে ভাব ও মরা চামড়া দূর হবে।

২. এরপর ঠোঁটে প্রাইমার দিন। ঠোঁটের রঙ অনেকক্ষণ স্থায়ী হবে।

৩. এবার ঠোঁটে ফাউন্ডেশন লাগান।

৪. এরপর যে রঙের লিপস্টিক লাগাবেন ঠোঁটে, সেই একই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।

৫. এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে।

৬. একদম শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকবে লিপস্টিক।

আরএম-২০/১২/০৯ (লাইফস্টাইল ডেস্ক)