হেঁচকি থামানোর উপায় জানেন তো?

হেঁচকি থামানোর

খেতে বসে কিংবা অফিসের মিটিংয়ে হেঁচকি উঠতেই পারে! এমন সময় নিশ্চয়ই মনে পড়ে, কেউ নিশ্চয়ই মনে মনে আমার নাম করছে। চারপাশে হেঁচকি নিয়ে অন্ধবিশ্বাসের কমতি নেই। এমনো বলতে শোনা যায়, চুরি করে খেলে নাকি হেঁচকি ওঠে! অবশ্যই এর সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই।

এখন প্রশ্ন, বিব্রতকর এই হেঁচকি বা হিক্কাপ হাত থেকে পরিত্রাণ পাবেন কী করে?

বেশিরভাগ ক্ষেত্রেই আপনা থেকে সেরা যায়। না কমলে, ঠান্ডা পানিতে গার্গল করুন বা কয়েক ঢোঁক ঠান্ডা পানি খেয়ে নিন, স্বস্তি পাবেন। ঘাবড়ে গেলেও কারও কারও হেঁচকি উঠতে দেখা যায়। সেক্ষেত্রে চুইংগাম চিবোলেই সেরে যাবে। মনোযোগ সরে যাওয়াতেই হেঁচকি ওঠা বন্ধ হয়।

মুখে একচামচ চিনি দিলেও হেঁচকি বন্ধ হয়ে যায়। ঘরোয়া এমন অজস্র টোটকা রয়েছে। একটানা হেঁচকি উঠতে থাকলে, জিভে এক চামচ ভিনেগার দিন। এর টক স্বাদ আপনার হেঁচকি বন্ধ করবে। গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খেলেও হেঁচকির হাত থেকে পরিত্রাণ মেলে।

অনবরত হেঁচকি হতে থাকলে, ৪টি এলাচ ৫০০ গ্রাম পানিতে ফুটিয়ে তা ২০০ গ্রামে পরিণত করে, সেই পানি পান করুন। ম্যাজিকের মতো কাজ করবে। আদা কুঁচি করে কেটে মুখে দিলেও রেহাই পাবেন। দু আঙ্গুলে দু-কানের ছিদ্র কিছুক্ষণ চেপে ধরলেও, হেঁচকি বন্ধ হয়ে যায়।

আরএম-২৪/১৩/১০ (লাইফস্টাইল ডেস্ক)