যৌন সঙ্গম ছাড়াও এই সব কাজেও ব্যবহার হয় কন্ডোম

যৌন সঙ্গম

নেহাতই গর্ভনিরোধক বা যৌন সুরক্ষায় নয়, কন্ডোমকে কাজে লাগানো হয় আরও অনেক বিষয়েই ৷ গোটা বিশ্বে যৌনসুরক্ষা ও কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম পরিচিত হলেও একে এতরকমের কাজে লাগানো হয় যে আপনি ভাবতেও পারবেন না ৷ মাছ ধরা থেকে ওয়াইন তৈরি, সবেতেই ব্যবহার হয় কন্ডোম!

যৌন সুরক্ষায় গুরুত্ব দিতে বিভিন্ন দেশে কন্ডোমের উপর ভর্তুকি দেয় সরকার ৷ তাই পাতলা ও বিশেষ ল্যাটেক্স রবার দিয়ে তৈরি এই জিনিসটি খুবই সহজ ও সস্তায় মেলে ৷

কন্ডোমের সবথেকে অভিনব ব্যবহার হয় ওয়াইন তৈরির ফ্যাক্টরিতে ৷ হাভানায় অস্থায়ী ওয়াইনের কারখানায় আঙুরের রস বড় বড় জারে ভরে তার মুখ আটকে দেওয়া হয় কন্ডোম দিয়ে ৷

আসলে জুস ফার্মেনটেড হওয়ার পর নিঃসৃত গ্যাসে কন্ডোমগুলি ফুলে ওঠে ৷ কন্ডোমগুলি গ্যাসের চাপে ফুলে জারের মুখ থেকে ছিটকে পড়ে ৷ এতেই বোঝা যায় আঙুরের রস এবার উৎকৃষ্ট ওয়াইনে পরিণত হয়েছে ৷

গোটা বিশ্বে যৌনসুরক্ষা ও কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম পরিচিত হলেও কেনিয়ার মৎস্যজীবীদের দৌলতে নয়া তকমা জুটল তার গায়ে ৷ মোম্বাসার এই জেলেরা যে কাজে কন্ডোম ব্যবহার করেন তার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই ৷

নিজেদের মোবাইল ফোন বাঁচাতে বা মোবাইল ফোনের সুরক্ষায় কন্ডোমটি ওয়াটার প্রুফিংয়ের কাজে লাগান তারা ৷ সমুদ্রে মাছ ধরতে নামার আগে কন্ডোমের মধ্যে ভরে নেন মোবাইল ৷

হেয়ার স্টাইলিংয়েও ব্যবহার হয় কন্ডোম ৷ ইলাস্টিক ব্যান্ড বা রাবারের বদলে ব্যবহার করা হয় কন্ডোম ৷ ইলাস্টিক ব্যান্ডে জড়িয়ে অনেক সময় চুল ছিঁড়ে যাওয়ার শঙ্কা থাকে ৷

বিউটিশিয়ানরা জানাচ্ছেন, কন্ডোমের স্মুথ টেক্সারের কারণে এটা ব্যবহার করে চুল বাঁধা যেমন সহজ তেমন খোলাও খুব সহজ ৷ একইসঙ্গে নিরোধের পাতলা টেক্সার চুল বাধায় আনে নতুনত্ব ৷

যৌন সুরক্ষা ছাড়াও সব থেকে বেশি যে কাজে কন্ডোম ব্যবহার হয়, তা হল বাচ্চাদের খেলনা হিসেবে ৷ অনেক সময় জন্মদিনের পার্টিতে বা কনসার্টে বেলুনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় কন্ডোম ৷

আরএম-২১/০৩/১১ (লাইফস্টাইল ডেস্ক)