বাড়তি মেদ ঝরিয়ে ফেলুন কাঁচা মরিচেই!

বাড়তি মেদ

শরীরের বাড়তি মেদ নিয়ে বিপদে আছেন কম-বেশি সবাই। অনেকেই এই মেদের কারণে নিজেকে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখেন। আত্মবিশ্বাস কমে যেতে থাকে নিজের প্রতি।

তাই এর থেকে পরিত্রাণ পেতে কতো কিনা করেন। কিন্তু খুব সহজ একটি উপায়েই এই বাড়তি মেদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর তা হচ্ছে কাঁচা মরিচ। শুনতে অবাক লাগলেও সত্যি।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে ওজন কমাতে কাঁচা মরিচের উপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা মরিচ কীভাবে ওজন কমাতে সাহায্য করে সে সম্পর্কে-

১. শরীরের বাড়তি মেদ কমাতে খেতে পারেন ঝাল খাবার। কারণ ঝাল খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের বিপাক বৃদ্ধি পায়।

২. অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ঝাল খেলে ক্ষুধায় তৃপ্তি লাভ এবং পেট ভরা ভাব সৃষ্টি হয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায়।

৩. ২০০৮ সালে, আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশনে এক গবেষণা থেকে জানা যায়, মরিচে থাকা ক্যাপসাইসিনে রয়েছে এক কার্যকর উপাদান যা পেটের চর্বি কমাতে সাহায্য করে।

যেভাবে খাবেন

ডিম ভাজি, সকালের নাস্তায় বেসনের সঙ্গে মরিচ খেতে পারেন। এছাড়া খাবারের সঙ্গে আলাদাভাবে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

সতর্কতা

যাদের পাকস্থলীতে সমস্যা আছে, তাদের কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

আরএম-১২/০৯/১১ (লাইফস্টাইল ডেস্ক)