সঙ্গীকে নতুন বছরে কী উপহার দেবেন?

সঙ্গীকে

প্রিয়জনের আনন্দেই আমাদের আনন্দ। নানা উপলক্ষে আমরা তাদের উপহার দিতে ভালোবাসি। যেমন নতুন বছরে তাকে কী উপহার দেবো, তাই নিয়ে চিন্তায় পড়ে যাই। সুখে-দুখে সারা বছর যিনি আপনার সঙ্গে থাকেন সেই জীবন সঙ্গীকে দিন মনের মতো কোনো উপহার। প্রথমেই চিন্তা করুন যে উপহারটি দিচ্ছেন, সেটি তার কাজে লাগবে কি না? এমনকিছু দিন যা তার কাজে লাগবে-

ডায়েরি: গ্যাজেটের এই যুগে ডায়েরির চল উঠে গেছে বললেই চলে। তবু কিছু উপহারের আবেদন চিরকালীন। আপনার জীবনসঙ্গী যদি যদি গান, কবিতা বা রোজকার ডায়েরি লিখতে পছন্দ করে থাকেন তবে, আপনি তাকে ডায়েরি দিতে পারেন। এতে আপনার সঙ্গী বুঝতে পারবে, আপনি আসলে তাকে কতটা ভালবাসেন এবং তার প্রতি কতটা যত্নবান।

ফটো ফ্রেম: একটি সুন্দর ফটো ফ্রেমে সুন্দর মুহূর্তগুলি সাজিয়ে রাখার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। আপনি আপনাদের কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি বেছে নিয়ে সেগুলিকে সুন্দরভাবে ফ্রেমে সাজাতে পারেন। তাতে আপনি কয়েকটি স্পেশাল মেসেজও যুক্ত করতে পারেন। এটি অবশ্যই আপনার সঙ্গীর মুখে হাসি এনে দেবে।

ডার্ক চকোলেট: আপনার সঙ্গী যদি চকোলেট খেতে পছন্দ করে তবে ডার্ক চকোলেটের একটি বাক্স দিতে পারেন। নিঃসন্দেহে এটি উপহার দেওয়ার জন্য একটি দুর্দান্ত সুস্বাদু খাবার। আপনি সুন্দর ডিজাইন করা একটি ডার্ক চকোলেটের বাক্সও দিতে পারেন।

হেডফোন: গান, মিউজিক ভালবাসেন এমন ব্যক্তির জন্য একজোড়া হেডফোন এর চেয়ে ভালো আর কী হতে পারে? আপনি সহজেই কোনও স্টোরে এবং ই-কমার্স সাইটে বিভিন্ন ধরনের হেডফোন খুঁজে পাবেন।

কফি মগ: আপনার সঙ্গী যদি চা, কফির প্রতি আগ্রহী হন তবে তাকে কফি মগ উপহার দিতে পারেন। মগের উপর আপনাদের সুন্দর ছবি বা সঙ্গীর জন্যও কিছু বার্তাও যুক্ত করতে পারেন। এগুলো বেশ সাশ্রয়ী মূল্যের এবং অনন্য।

স্নিকার্স: শীতের সকালে আরামদায়ক স্নিকার পরে হাঁটার থেকে আরামের কিছুই হয় না। সুতরাং আপনি যদি চান, আপনার সঙ্গী স্বাচ্ছন্দ্যে হাঁটুক তবে আপনি তার জন্য একজোড়া স্নিকার্স কিনতে পারেন। বিভিন্ন জুতোর দোকানে এবং ই-কমার্স সাইটে বিভিন্ন স্নিকার্স পেয়ে যাবেন।

আরএম-১৯/৩১/১২ (লাইফস্টাইল ডেস্ক)