চোখের নিচে কালো দাগ, এসব রোগের ইঙ্গিত নয় তো

চোখের নিচে

চোখ যেন মনের কথা বলে! মানুষের মুখের সৌন্দর্যের মধ্যে পটল চেরা চোখ অন্যতম। তবে ত্বক ও চোখের সৌন্দর্য ম্লান করে দিতে চোখের নিচের অনাকাঙ্ক্ষিত কালো দাগই যথেষ্ট।

নানা কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। এরমধ্যে অনিদ্রা, মানসিক অবসাদসহ শারীরিক অসুস্থতা দায়ী। এছাড়াও ত্বকের সমস্যা বা জন্মগতভাবেও এটি হতে পারে। সাধারণত ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি বেড়ে গেলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। সারাবিশ্বে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত। এরমধ্যে শিশু এবং নারীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।

তবে জানেন কি? বিশেষজ্ঞরা বলছেন চোখের নিচের কালো দাগ আপনার ভেতরের অসুখের লক্ষণ। এরমধ্যে হাইপোথাইরয়েডিজম, যক্ষ্মা বা টিবি, ডায়াবেটিস, রক্তাল্পতা বা ক্যান্সার অন্যতম। ভারতীয় জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডা.শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলেছেন এর সমাধান সম্পর্কে-

ঘরোয়া থেরাপি

চোখের কালো দাগের সঙ্গে ফোলাভাব থাকলে ঠাণ্ডা সেঁক দিতে পারেন। সেইসঙ্গে রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।

খাবার তালিকায় ফল রাখুন

আপনার প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখুন। কমলা, লেবু, বাতাবি লেবু চোখের জন্য খুবই ভালো।

ডিপিগমেন্টেশন থেরাপি

হাইড্রোকুইনোন, কোজিক অ্যাসিড, এজেলাইক অ্যাসিড, রিটিনোইক অ্যাসিড জাতীয় ডিপিগমেন্টেশন এজেন্টস চোখের নিচে লাগিয়ে ডার্ক সার্কল দূর করা সম্ভব। তবে তা চিকিৎসকের পরামর্শ মেনে করাই ভাল।

লেজার থেরাপি

লেজার দিয়ে মেলানিনের এই পিগমেন্টেশন সরিয়ে ফেলা যায়।

সার্জারি

অনেক সময় অপারেশনের মাধ্যমেও ডার্ক সার্কল দূর করা যায়। তবে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

আরএম-১১/১৮/০১ (লাইফস্টাইল ডেস্ক)