সুস্থ চুলের জন্য অ্যালোভেরা

সুস্থ চুলের

প্রাকৃতিকভাবে চুল ও ত্বক সুন্দর রাখতে অ্যালো ভেরা ভালো কাজ করে। এটা সব ধরনের ত্বকের সঙ্গেই মানিয়ে যায়। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল সুন্দর রাখতে অ্যালো ভেরার ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানানো হল।

– এটা রুক্ষ চুলে আর্দ্র ফেরাতে এবং রক্ষা করতে সহায়তা করে।

– মাথার ত্বকের চুলকানি এবং খুশকির সমস্যা থাকলে তা দূর করতে অ্যালো ভেরা সাহায্য করে। কারণ এতে আছে প্রদাহ নাশক উপাদান।

– চুল পড়া কমায় অ্যালো ভেরা।

– প্রতিদিনকার ‘লিভ-ইন ময়েশ্চারাইজার’ হিসেবে অ্যালো ভেরা ব্যবহার করা যায়।

– চুলের বৃদ্ধিতে এটা সাহায্য করে। কারণ এতে আছে ভিটামিন সি যা সহজে শোষিত হয় ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

– অ্যালো ভেরাতে থাকা ভিটামিন ই উন্মুক্ত রেডিকেল থেকে মাথার ত্বককে সুরক্ষিত রাখে।

ব্যবহার পদ্ধতি

অ্যালো ভেরা প্রাকৃতিক ‘হাইড্রোফিলিক’ অর্থাৎ আর্দ্রতা ধরে রাখার উপাদান সমৃদ্ধ। ফলে পানির সঙ্গে মিশে ভালো কাজ করে। চাইলে শ্যাম্পু বা কন্ডিশনারে এক টেবিল-চামচ অ্যালো ভেরার জেল মেশাতে পারেন। সঙ্গে দুই ফোঁটা টি ট্রি তেল মেশান। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে।

নিয়মিত ময়েশ্চারাইজার হিসেবে অ্যালো ভেরা ব্যবহার করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

উপকরণ

এক কাপ পানি। আধা কাপ অ্যালো ভেরার জেল এবং একটা স্প্রেয়ের বোতল।

করণীয়

উপাদানগুলো স্প্রেয়ের বোতলে নিয়ে ভালো মতো ঝাঁকিয়ে নিন। এবং ব্যবহার করা শুরু করুন।

চুল পরিষ্কার করার পরে তা কয়েকটি ভাগে ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করুন।

স্প্রে ব্যবহারের পরে তা আর ধুয়ে ফেলার প্রয়োজন নেই। এই স্প্রে দীর্ঘক্ষণ চুল কোঁকড়া হওয়া থেকে রক্ষা করে। তবে অ্যালো ভেরা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তা যেন তাজা হয়। অথবা বাজার থেকে কেনা হলে তা যেন খাঁটি হয়।

আরএম-১৩/১৩/০২ (লাইফস্টাইল ডেস্ক)