১৫ মিনিটেই ব্ল্যাকহেডস দূর করার উপায়

১৫ মিনিটেই

নাকের আশেপাশে ও ঠোঁটের নিচে অনেকেরই ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস হয়ে থাকে। এক্ষেত্রে নাকের উপর কালো বা সাদা দানার মতো দেখা দেয়। যা সৌন্দর্য নষ্ট করে থাকে।

জানেন কি? শুধু তৈলাক্ত নয় শুষ্ক ত্বকেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করার সম্ভব। জেনে নিন উপায়-

হলুদ ব্ল্যাকহেডস সমস্যার সমাধানে দারুণ কার্যকরী এক উপাদান। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্রেমেটরি উপাদানসমূহ। ড. ডেনের মতে, প্রতিদিনের রুপচর্চায় হলুদ ব্যবহার করা উচিত। ব্ল্যাকহেডস সমস্যার সমাধানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পানি বা নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো মুখে ব্যবহার করুন।

১৫ মিনিট অপেক্ষা করে একটি বেবি টুথ ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন। বিশেষ করে আক্রান্ত স্থানগুলো। প্রথমে হালকা গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। আলতো করে মুখ মুছে এক ফোঁটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে। সপ্তাহে দু’বার করে এই পদ্ধতি অনুসরণ করলেই ব্ল্যাকহেডসের যন্ত্রণা মুক্ত থাকবেন।

আরএম-১৮/১৬/০২ (লাইফস্টাইল ডেস্ক)