কোন স্থানে কতক্ষণ বেঁচে থাকে করোনা

বিশ্ব এখন ভয়ংকর এক অদৃশ্য শত্রুর মুখোমুখি। অদেখা এই শত্রু কোথায় ওৎ পেতে আছে তা জানে না কেউ। যার কারণে জীবন বাঁচাতে ঘরবন্দি বিশ্বের বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় বিজ্ঞানীরা জানিয়েছেন যে কোন স্থানে করোনাভাইরাস কতক্ষণ জীবিত থাকতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে।

ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন করোনা ভাইরাস সম্পর্কে বহু না জানা তথ্য তুলে এনেছে। কয়েক ঘণ্টা থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে করোনাভাইরাস। সেই জায়গাটি কারো সংস্পর্শে আসলে তার এই সংক্রমণ হতে পারে।

# বাতাসে তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে করোনাভাইরাস। করোনায় আক্রান্ত কারো হাঁচি-কাশির মাধ্যমে বের হয়ে এটি বাতাসে ভেসে বেড়ায়।

# তামা বা স্টিলের পাত্রে এটি চার ঘণ্টা বেঁচে থাকতে পারে।

# কার্ডবোর্ড বা কাগজের বাক্সে এটি ২৪ ঘণ্টা বা একদিন জীবিত থাকতে পারে।

# ইস্পাতে করোনাভাইরাস ৪৮ ঘণ্টা বা দুই দিন বেঁচে থাকতে পারে।

# প্লাস্টিকের পাত্রে করোনাভাইরাস ৭২ ঘণ্টা বা তিন দিন জীবিত থাকতে পারে।

অনেক সময় আপনি সর্বোচ্চ সতর্ক থাকার পরও বাজার থেকে আনা কোনো জিনিসের মাধ্যমেও সংক্রামিত হতে পারেন। এজন্য ঘরে বাইরের কিছু প্রবেশ করানোর আগে জীবানুমুক্ত করতে পারেন। যা আপনাকে ঝুঁকি অনেকখানি কমিয়ে দেবে।