খুশকি সহ চুল পড়া কমানোর দারুণ উপায়

চুল ওঠা ও খুশকির সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। দেখা যায়, শ্যাম্পু করলে কিংবা আঁচড়ালে হাতে এক মুঠো চুল উঠে আসে। আবার সঙ্গে থাকে খুশকির সমস্যাও।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কত কিনা করেন সবাই। তবে তাতে হিতে বিপরীত হয়ে যায়। এক্ষেত্রে ঘরোয়া উপায় মেনে চললেই খুশকি সহ আটকাতে পারেন চুল পড়াও। এর ফলে আপনি পাবেন ঘন কালো রেশমি চুল।

শুষ্ক চুলে প্রাণ ফেরানোই হোক বা চুল পড়া রোধ, তেলের আলাদা গুরুত্ব রয়েছে। খুশকির সমস্যার সমাধানেও রয়েছে তেলের ভূমিকা। চুলের গোড়া মজবুত করতে হট অয়েল ট্রিটমেন্টে’র জুড়ি মেলা ভার। হট অয়েল ট্রিটমেন্ট চুলের যত্নের সবচেয়ে কার্যকর উপায়।

এই যত্ন সহজেই ঘরে বসে করতে পারবেন। সপ্তাহে তিন দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে নিন। মিশ্রণটি দিয়ে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতো মাসাজ করুন। সারা রাত চুল বেঁধে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে রেশমের মতো নরম চুল। কমবে চুল পড়ার সমস্যাও। তেলের পুষ্টি চুলের গোড়ায় পৌঁছে চুলের হারানো স্বাস্থ্যও ফিরিয়ে আনবে।