বিচ্ছেদে কমে পুরুষের আয়ু

সম্পর্কে টানাপোড়েন, কাঁটাছেড়া তো লেগেই থাকে। ভালোমন্দ মিলিয়ে চললেও মন্দের ভার বেশি হয়ে উঠলে স্বভাবতই বিচ্ছেদে গড়ায় সম্পর্ক।

কিন্তু এই ভাঙন কি শুধু আপনার মানসিক স্বাস্থ্যেই আঘাত হানে নাকি শারীরিক ভাবেও আপনাকে ভেঙে দেয়? চলুন জেনে আসি গবেষণা কি বলছে।

হার্ভাডের একটি গবেষণা বলছে, বিবাহিত পুরুষদের স্বাস্থ্য অবিবাহিত বা বিপত্নীক পুরুষদের তুলনায় ভালো থাকে। ১,২৭,৫৪৫ জনের ওপর করা এ গবেষণায় উঠে এসেছে সঙ্গীহীন পুরুষদের শারীরিক অবস্থা বিবাহিত পুরুষদের তুলনায় অনেক বেশি খারাপ হয়ে থাকে। গবেষণা আরও বলছে, সঙ্গী রয়েছে এমন পুরুষ জীবনসঙ্গীহীন পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন।

গবেষকরা বলছেন, যেসব পুরুষ সঙ্গীহীন জীবনযাপন করেন তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় শতকরা ৮২ ভাগ বেশি হয়ে থাকে। অবিবাহিত বা বিপত্নীক পুরুষদের ক্ষেত্রে সুস্থ জীবনযাপনের অভাবই এ আশঙ্কা বাড়িয়ে তোলে।