নওগাঁয় পুলিশের সেবা মানুষের মাঝে পৌছে দিতে নানা উদ্যোগ

পুলিশের সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে, থানায় এসে যাতে হয়রানী না পেতে হয়।

সেই সাথে পুলিশের নাম ভাঙ্গিয়ে মধ্যস্বত্তভোগীরা মুনাফা নিতে না পারে সেজন্য দ্রুত জিডিসহ পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

একযোগে জেলার ১১টি থানায় এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও চিশতী মিয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদসহ আরও অনেকে।

এসএইচ-৩৩/১০/২০ (উত্তরাঞ্চলে ডেস্ক)