মাস্ক না পরায় খুলনায় ৩০ ব্যক্তিকে জরিমানা

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ৩০ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।

একই সাথে মাস্ক না পরায় আরও ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নগরীর ডাকবাংলা, দৌলতপুর বাজার, খালিশপুর চিত্রালী বাজার ও দাকোপ- বটিয়াঘাটা উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক জানান, করোনার ২য় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এর আগে সোমবার মাস্ক না পরে বাইরে বের হওয়া অর্ধশতাধিক ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়।

এসএইচ-৩৪/১০/২০ (আঞ্চলিক ডেস্ক)