ছাগলের দড়ি দিয়ে সরকারি কর্মকর্তাকে আঘাত, মা-ছেলের কারাদণ্ড

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে ছাগলের দড়ি দিয়ে আঘাত ও হুমকি দেওয়ায় এক নারী ও তার দুই ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু (৪৫), তার দুই ছেলে সিফাত (২৫) ও সজীব (১৮)।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক। বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা লকিফুর রহমান জানান, অফিস চত্বরে ছাগল প্রবেশকে কেন্দ্র করে হাসিনা বানুর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। এর এক পর্যায়ে দূর থেকে ছাগল বাঁধার দড়ি দিয়ে তাকে দুইবার আঘাত করেন হাসিনা বানু।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করায় হাসিনা বানু এবং হুমকি দেওয়ার দায়ে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসএইচ-২৬/০৭/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)