জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সভাপতি পদে আবারও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বর্তমান সভাপতি ড. কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।
রোববার ঢাকার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে যাদের নির্বাচিত করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আর আগের কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে নতুন কমিটিতে এক নম্বর সদস্য করা হয়েছে।
সভাপতি পরিষদে আছেন- এ এইচ এম খালেকুজ্জামান, আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মহসিন ঘোষ, শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন আহমেদ ও মোহাম্মদ জানে আলম।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাক আহমেদ, দফতর সম্পাদক আজাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান।
বিএ-১৮/০৫-০৫ (ন্যাশনাল ডেস্ক)