সরকারিভাবে ন্যায্যমূল্যে ধান কিনতে হবে

কৃষকদের উৎপাদিত বাড়তি ধান সরকারিভাবে ন্যায্যমূল্যে কিনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দরকার হলে বেসরকারি গুদামগুলো সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণ করতে হবে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় চাল রফতানি খাদ্য সংকটের ঝুঁকি বহন করে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ত্বরিৎ সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।

তিনি বলেন, বোরো ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে। হতাশাগ্রস্ত কৃষকরা বোরো মৌসুমে ধান কাটছে না। ধানের মূল্যের চেয়ে কৃষকের উৎপাদন খরচ বেশি। আমরা জানতে পেরেছি, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকার বিদেশে চাল রফতানির কথা চিন্তা করছে। আমরা মনে করি, চাল রফতানির পূর্বে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ কোনো বিশেষ পরিস্থিতিতে চাল/খাদ্যদ্রব্য প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে আমদানি করা সম্ভব নয়। এতে ভয়াবহ খাদ্য সংকটের ঝুঁকি সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার, এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম জহির, হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শফি, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আদেলুর রহমান আদেল, সাজ্জাদ পারভেজ চৌধুরী, রেজাউল রাজী চৌধুরী স্বপন, ওলিউল ইসলাম প্রমুখ।

বিএ-১১/১৭-০৫ (ন্যাশনাল ডেস্ক)