ভাইরাল হওয়া সেই মোটরযান আইন গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০০৯।

তবে এটি আদতেই আইন নয়। একে সরাসরি গুজব বলে জানিয়েছে তথ্য অধিদফতর।

রোববার সেতু মন্ত্রণালয়ের উপতথ্য প্রধান আবু নাসের টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া ওই বিজ্ঞপ্তিতে মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০০৯-এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে।

প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ নামে কোনো আইন বাংলাদেশে নেই।

জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯-এর অধীনে অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য সম্পূর্ণ অপপ্রচার ও গুজব।

বিএ-০৯/০১-০৯ (ন্যাশনাল ডেস্ক)