এমপিদের নিজ এলাকায় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দিলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য এসডিজি বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডাকে সামনে রেখে এসডিজি অর্জনে নিজ নির্বাচনী এলাকায় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। আর সে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন জনগণের সার্বিক কল্যাণ বিবেচনায় নিয়ে।

এসডিজি অর্জনে সংসদীয় আসনভিত্তিক ট্র্যাকারকে উদ্ভাবনী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আসনভিত্তিক এসডিজির অগ্রগতি সহজেই নিরূপণ সম্ভব হবে।

স্পিকার বলেন, সংসদ ও সংসদ সদস্যদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুশাসনের বিষয়টি নিশ্চিত করতে সংসদ সদস্যদের দায়িত্বও বেড়ে গেছে। সংসদ সদস্যদের সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং এসডিজি অর্জনে গতিশীলতা আনতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে। এ সময় স্পিকার সংসদ সদস্যদের নিয়ে এসডিজি সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বিএ-১৫/০১-১০ (ন্যাশনাল ডেস্ক)