ব্যবসা সহজীকরণে ৮ ধাপ অগ্রগতি বাংলাদেশের

ব্যবসা সহজীকরণে ৮ ধাপে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাংকের এই সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১৬৮ তম।

২০১৯ সালে সংস্থাটির ইজ অব ডুইং বিজনেস রিপোর্টে ১’শ ৭৬ তম অবস্থানে ছিলো বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশ ১’শ ৭৬ তম অবস্থানে পৌঁছেছে।

ব্যবসা সহজীকরণ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। সবশেষ অবস্থানে আফগানিস্তান।

এ তালিকায় শীর্ষ অবস্থানে আছে নিউজিল্যান্ড, দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

১৪ ধাপ এগিয়ে ভারত পৌঁছেছে ৬৩ তম অবস্থানে। চীন রয়েছে ৩১ তম অবস্থানে। ১০৮ তম অবস্থানে পৌঁছেছে পাকিস্তান।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে এখনো নতুন ব্যবসা শুরুতে সময় লাগে ১’শ ৩১ দিন।

অবকাঠামো নির্মাণে অনুমোদন পেতে সময় লাগে ১শ’ ৩৫ দিন, আর নতুন বিদ্যুৎ সংযোগ পেতে লাগে ১শ’ ৭৬ দিন।

বিএ-১৫/২৪-১০ (ন্যাশনাল ডেস্ক)