সোমবার স্থগিত ওয়ার্ডের ফল প্রকাশ করবে ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত করা ৩১ নম্বর ওয়ার্ডের ফল আগামীকাল সোমবার (১০ জানুয়ারি) সকালে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ইসরাইল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তাতে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সবার সামনে সোমবার বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে।

গত ২ ফেব্রুয়ারি দক্ষিণ সিটির সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজি এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমগীর ২৭ ভোটে জয়লাভ করেন। অথচ ১ ফেব্রুয়ারি রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে টিফিন ক্যারিয়ার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এরপর আলমগীর কেন্দ্রভিত্তিক ফলাফল এনে তার জয় দেখালে রিটার্নিং কর্মকর্তা বাতেন পরদিন গণবিজ্ঞপ্তি জারি করে ফল স্থগিত করেন।

এ ঘটনা কেন ঘটল, সেটার দালিলিক প্রমাণসহ কারণ ব্যাখ্যার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিএ-১২/০৯-০২ (ন্যাশনাল ডেস্ক)