মুজিব বর্ষের বিশেষ সংসদ অধিবেশন স্থগিত

করোনাভাইরাস নিয়ে দেশে উদ্ভুত পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।

শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ স্থগিতাদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

২২ মার্চ সকালে মুজিববর্ষ উপলক্ষে ডাকা সংসদের এ বিশেষ অধিবেশনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তাও ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল। এর আগে, মুজিববর্ষের সকল উদযাপন ও আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করে আনে সরকার।

এসএইচ-২৫/২১/২০ (ন্যাশনাল ডেস্ক)