বন্ধ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট

মহারামীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংকটে একের পর এক পত্রিকা মুদ্রণ বন্ধ করছে বিভিন্ন সংবাদপত্র। এবার সে তালিকায় যোগ হতে যাচ্ছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সংবাদপত্রটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী জানান, মঙ্গলবার থেকে ইন্ডিপেন্ডেন্ট ছাপানো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের পরিস্থিতিতে আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তাই বুধবার থেকে আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বাজারে পত্রিকা পাওয়া গেলেও বুধবার থেকে আপাতত পাওয়া যাবে না।

এই পরিস্থিতিতে বাংলা দৈনিক মানবজমিন ছাপানো বন্ধ করেছে। ঢাকার বাইরের কয়েকটি সংবাদপত্রও ইতিমধ্যে ছাপানো বন্ধ করে দিয়েছে।

জাহেদী বলেন, ১৯৯৬ সালের ২৬ মার্চ দ্য ইন্ডিপেন্ডেন্ট এর যাত্রা শুরুর পর এমন দুর্যোগ আর আসেনি। কোনোদিন পত্রিকা বন্ধ রাখতে হয়নি।

করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ‘পরিস্থিতি বিবেচনা করে’ ইন্ডিপেন্ডেন্ট পুনরায় মুদ্রণ শুরু করবে বলে জানান শামীম জাহেদী।

বিএ-১৬/০৬-০৪ (ন্যাশনাল ডেস্ক)