দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক

করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সৃষ্ট সংকটের মধ্যেই দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

শুক্রবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, ওমান সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওমান সরকার তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, আমরা তাদের স্ক্রিনিং করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র্রের কর্মকর্তা বলেন, যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হবে। আর যাদের নেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

বিএ-০৪/২৪-০৪ (ন্যাশনাল ডেস্ক)