দেশে সক্রিয় করোনা রোগী লাখের নিচে

দেশে

দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাখের নিচে নেমে এসেছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজার ৩৫৯ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৯৬৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।

এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

এদিকে দেশে করোনা শনাক্তের হার ২৪ ঘণ্টায় কমেছে। ৩৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগেরদিন মঙ্গলবার  শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১২ শতাংশ। অদ্যাবধি শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৪ জন। আগেরদিন মঙ্গলবারও ১১৪ জনের মৃত্যুর কথা জানায় অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। পুরুষ মারা গেছেন ৬২ জন। নারী মারা গেছেন ৫২ জন। যদিও আগেরদিন নারীর মৃত্যু বেশি হয়েছে। ওই ২৪ ঘণ্টায় ৫৮ জন নারী করোনায় মারা যান। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৫৬ জন।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮ হাজার ৯১৯ জন নারী মারা গেছেন। শতকরা হার ৩৪ দশমিক ৮০।

অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৬ হাজার ৭০৮ জন। শতকরা হার ৬৫ দশমিক ২০। পরিসংখ্যানে দেখা গেছে, নারীর শতকরা মৃত্যুহারও কিছুটা ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ২৩৩ জন। শতকরা হার ৪৩ দশমিক ৮৩। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১০১ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ মারা গেছে বরিশালে। এই বিভাগে নতুন চারজনসহ মোট মারা গেছেন ৮৬৮ জন। এদিকে ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ১৫ জন মারা গেছেন। বাসায় মারা যান সাতজন।

এসএইচ-২৩/২৫/২১ (ন্যাশনাল ডেস্ক)