আফগানিস্তানে স্বেচ্ছায় থাকতে চান ৭ বাংলাদেশি

আফগানিস্তানে অবস্থান করা ১০ বাংলাদেশির মধ্যে সাতজন সেখানে অবস্থান করতে চান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘১০ জন বাঙালি এখনও সেখানে রয়েছেন। এর মধ্যে তিনজন উন্নয়নকর্মী। বাকি সাতজন সেখানে স্বেচ্ছায় রয়েছেন।

এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট।’ তারা সেখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছেন বলে জানান মন্ত্রী।

এদিকে স্পেনে একটি মার্কিন ঘাঁটিতে অবস্থান করা ছয়জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ ছাড়া ওই ছয় বাংলাদেশির সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন আফগান ছাত্রী একই ঘাঁটিতে অবস্থান করছেন। তাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এসএইচ-২৩/০৮/২১ (ন্যাশনাল ডেস্ক)