টিপ পরায় হয়রানি: অভিযুক্ত পুলিশ কনস্টেবল চিহ্নিত

কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় এক পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘টিপ পরাকে কেন্দ্র করে নারীকে হেনস্থার ঘটনায় এক কনস্টেবলকে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘তিনি কোনো মামলার আসামি নন। তাই তাকে আটক করা হয়নি।’

পুলিশ সূত্র জানিয়েছে, ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক।

গত শনিবার সকাল সাড়ে ৮টায় তেজগাঁও কলেজের পাশে সেজান পয়েন্টে মোটরবাইকে বসে পুলিশের পোশাক পরিধেয় একজন টিপ পরার কারণে যৌন হয়রানিমূলক উক্তি প্রয়োগের মাধ্যমে যৌন হয়রানি করেছেন এবং এর প্রতিবাদ করতে গেলে তার পায়ের পাতার উপর দিয়ে বাইক চালিয়ে তাকে আহত করেছেন বলে অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার।

শনিবার বিকেলে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি।

এসএইচ-০১/০৪/২২ (ন্যাশনাল ডেস্ক)