ভারত পি কে হালদারের বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অফিসিয়ালি কাগজ পাওয়ার পরে পি কে হালদারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পি কে হালদারের বিষয়ে আমাদের কাছে অফিসিয়ালি এখনো কোনো কাগজপত্র আসেনি। পি কে হালদার আমাদের এখানে অনেকগুলো মামলার আসামি। আমরা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছি। আইনগত যে প্রচেষ্টা আমরা সেগুলোও অব্যাহত রাখবো আমরা অফিসিয়ালি কাগজপত্র পাওয়ার পর।

তিনি যেখানে আছেন সেখানে তিনি কী করেছেন সে দেশের আইনের মুখোমুখি তিনি হচ্ছেন। আমরাও তাকে ফেরত চাইবো আমাদের মামলাগুলোর জন্য।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ যেখানেই যাবেন সেখানেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তাকে বারবার দরকার।

এসএইচ-০৪/১৫/২২ (ন্যাশনাল ডেস্ক)