কভার থেকে বাংলাদেশের বিকৃত পতাকা সরাল পাক হাইকমিশন

গ্রাফিক্সের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের জাতীয় পতাকাকে একীভূত করে নিজেদের ফেসবুক পেজের কভার ফটোতে দেয়া ছবিটি অবশেষে সরিয়ে নিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

রোববার বেলা ১১টা ৫০ মিনিটে ফেসবুক পেজের কভার ফটো থেকে বিকৃত পতাকাটি সরিয়ে নেয়া হয়। তবে ছবিটি এখনও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে রয়ে গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের কভার ফটো হিসেবে ওই গ্রাফিক্সটি পোস্ট করা হয়। ছবিটি পোস্ট করার পরপরই অনেকে একে পাকিস্তান হাইকমিশনের ধৃষ্টতা বলে আখ্যায়িত করেন। সমালোচনামূলক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কিন্তু তারপরই কমেন্টস অপশন বন্ধ করে দেয়া হয়।

পরে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলা হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর শনিবার বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশনও ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

সর্বশেষ রোববার ফেসবুক পেজ থেকে বিকৃত পতাকাটি সরিয়ে নিল ঢাকার পাকিস্তান হাইকমিশন।

এসএইচ-০১/২৪/২২ (ন্যাশনাল ডেস্ক)