রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। ৪ হাজার ৬৪১টি আসনের জন্য লড়বে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ শিক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৪ শিক্ষার্থী।

এ ভর্তি পরীক্ষা ঘিরে রাজশাহীগামী সব ট্রেনের কর্মীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার শনিবার (২৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান।

এ ছাড়া রাজশাহীর পথের ১১টি ট্রেনে বাড়তি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, এতে শিক্ষার্থীরা ট্রেনে এসে সহজেই পরীক্ষা দিতে পারবে এবং দুর্ভোগও কিছুটা কমবে।

অসীম কুমার তালুকদার জানান, ঢাকা-রাজশাহী পথের সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে একটি করে শোভন চেয়ারের কোচ লাগানো হবে। বনলতা এক্সপ্রেস ট্রেনে থাকবে অতিরিক্ত তিনটি শোভন চেয়ারের কোচ।

লালমনি এক্সপ্রেসে একটি এসি কোচ থাকবে, রংপুর এক্সপ্রেস ট্রেনে একটি শোভন আর একটি কেবিন যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এসে নাটোরে নামতে পারবে।

তা ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসে একটি এসি চেয়ার কোচ যুক্ত করা হবে। বাংলাবান্ধা এক্সপ্রেসে একটি এসি ও একটি শোভন চেয়ারের কোচ লাগানো হবে। কপোতাক্ষ ও মধুমতী এক্সপ্রেসে একটি করে শোভন চেয়ারের কোচ থাকবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে দুটি শোভন চেয়ারের কোচ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

এ বছর তিনটি ইউনিটে অংশ নেবে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ শিক্ষার্থী। মোট আসনসংখ্যা রয়েছে ৪ হাজার ৬৪১টি। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট ও ২৬ জুলাই ‘এ’ ইউনিটের এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘এ’ ইউনিটে’ ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে’ ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ শিক্ষার্থী আবেদন করেছে।

এদিকে ভর্তি জালিয়াতি চক্রের অপতৎপরতা বন্ধে সজাগ থাকার কথা জানান রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির ছাত্তার তাপু।

তিনি বলেন, এবারও তিনটি ইউনিটে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ অন্যান্য মেমোরিযুক্ত বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। জালিয়াতি বা প্রতারক চক্রের কোনো ফাঁদে পা না দেয়ার অনুরোধ উপাচার্যের।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, ভর্তি পরীক্ষা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এরই মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা হল, ছাত্রাবাস, আবাসিক হোটেলে ভিড় করছেন।

এসএইচ-০২/২৪/২২ (শিক্ষা ডেস্ক)