মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার রাতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে মির্জা ফখরুলে রমনার থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবির গাড়িতে করে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়।

ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। দুপুরে মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলার এক পর্যায়ে টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পল্টন এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত এবং বিভিন্ন জায়গায় যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসএইচ-১৫/২৯/২৩ (ন্যাশনাল ডেস্ক)