পৃথক স্থান থেকে সিল মারা ব্যালট উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চামাড়ি ইউনিয়নের দু’টি পৃথক স্থান থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চামাড়ি ইউনিয়নের দড়ি মাহিষমারি এলাকায় একটি খালের ধারে এবং বিলদহর দুলুর মোড় এলাকার একটি পুকুর থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

তবে মোট কতটি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকালে চামাড়ি ইউনিয়নের দড়ি মাহিষমারি এলাকায় একটি খালের ধারে ও বিলদহর দুলুর মোড় এলাকার একটি পুকুরে শপিং ব্যাগে বিপুল পরিমাণ ব্যালট পেপার ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সবগুলো ব্যালট পেপারই চেয়ারম্যান পদের প্রার্থীদের বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ব্যালট পেপারগুলো ভেজা থাকায় তাৎক্ষণিকভাবে গণনা করা যায়নি। ব্যালট শুকিয়ে গণনার পর নিশ্চিত হওয়া যাবে মোট কতগুলো ব্যালট উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসএইচ-০৭/০৪/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)