ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত: ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

নাটোরের সিংড়ায় ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক সোহেল আহমেদ জীবন নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার রাতে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

কমিটির অপর দুই সদস্য হলেন- সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম ও নাটোর বিআরটিএর সহকারী পরিচালক।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সোমবার রাতে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১০ মে) থেকে কমিটি তদন্ত শুরু করেছে।

সোমবার সকালে সিংড়া উপজেলার নিঙ্গুইন এলাকায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আহমেদ জীবন।

নিহত সোহেল আহমেদ জীবন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত পত্রিকার সিংড়া প্রতিনিধি। তার বাড়ি একই এলাকায়।

স্থানীয় সাংবাদিকরা জানান, নলডাঙ্গার ইউএনওর স্ত্রী মানসী দত্ত মৌমিতা সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজের প্রভাষক। স্বামীর সরকারি জিপ ব্যবহার করে তিনি তার কর্মস্থলে যাতায়াত করেন।

তবে ইউএনও সুখময় সরকার বলেন, সরকারি গাড়িতে তার স্ত্রী কলেজে যাননি। তেল নিয়ে ওই গাড়ি সিংড়ায় গিয়েছিল বলে দাবি তার।

এসএইচ-১৪/১০/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)