সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

নাটোরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি খন্দকার মাহাবুব। শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাকশোর আশ্রয়ণ প্রকল্প এলাকায় তিনি এ হামলার শিকার হন। এ সময় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তিনি।

চিকিৎসাধীন খন্দকার মাহাবুব জানান, শনিবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে তারা দু’জন বাকশোর আশ্রয়ণ প্রকল্প এলাকায় যান। সেখানে সরকারি জায়গা দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের অগ্রগতির খোঁজ খবর নিতে যান তারা।

এ সময় সরকারি ওই জায়গায় দীর্ঘদিনের দখলদার শাহ আলমের ছেলে মোশারফ হোসেন ছুটে এসে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় সাংবাদিক খন্দকার মাহাবুবুর রহমান প্রতিবাদ করলে মোশারফ উত্তেজিত হয়ে তার হাতে থাকা শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে সাংবাদিক মাহাবুবুর রহমানের মাথায় আঘাত করেন।

এতে মাহবুবুর রহমানের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আরেক সাংবাদিক মেহেদী বাবু সহ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসক ফাহমিদা লস্কর বলেন, সাংবাদিক মাহাবুবুর রহমানের মাথায় আঘাতের কারণে ডিপ হয়েছে। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে ঘটনার বিস্তারিত জবানবন্দি নিয়েছেন। এ ব্যাপারে হামলাকারীকে আটক করতে ইতোমধ্যে ডিবি এবং থানা পুলিশের দুটি টিম কাজ করছে।

এসএইচ-১৬/১৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)