নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের মৃত্যুদণ্ড

নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের সবাইকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। অন্যদিকে, নাসির হোসেন নামের আরেক আসামির সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে খালাস দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আব্দুর রহিম বুধবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো—সাব্বির হোসেন (১৮), রেজানুল ইসলাম ওরফে রাব্বী (১৯), মো. রিপন (১৯), মো. শহিদুল (২৮), মো. নাজমুল হক (১৯) ও মো. রাজিবুল হাসান রাজিব (১৮)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো—মনিরুল ইসলাম (১৮), খাইরুল ইসলাম (২৫), আতাউল ইসলাম (২২) ও রেজাউল করিম (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজছাত্রীকে অপহরণ করেন একই এলাকার ধানাইদহ গ্রামের সাব্বির হোসেন। পর দিন তাকে সিংড়ার পেট্রোবাংলা ও পরে কলম এলাকায় নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়। দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

এআর-০৭/০৫/০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)