পাঁচবিবিতে ওয়ান শ্যুটার গানসহ সন্ত্রাসী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক হোসেন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।

আটক ফারুক হোসেন উত্তর গোপালপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে। র‌্যাব জানায়, ফারুক হোসেন উত্তর গোপালপুর গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি এলাকার মাদকের গড ফাদার হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি এলাকাবাসীকে অস্ত্রের ভয় দেখাতেন। ফলে কেউ তার বিষয়ে মুখ খুলতো না। এছাড়া তিনি অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পুরো পাঁচবিবি উপজেলায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোস্তফা জামান জানান, ফারুক হোসেনের নামে বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে তাকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ১০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল সেটসহ আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এলএস-০৮/১২/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)