নাটোর-৪ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এতে আওয়ামী লীগের প্রার্থীই কেবল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আর কারও মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ে বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আইন ও বিধি মোতাবেক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এআর-০৩/১৭/০৯ (উত্তরাঞ্চল ডেস্ক)