রূপপুর প্রকল্পে প্রকৌশলীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র পড়ে এক প্রকৌশলী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মবিন (৩৫) পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি ইন্ডিয়ান কোম্পানি পাহারপুর কুলিং টাওয়ারের প্রকৌশলী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পদ্মা নদী সংলগ্ন কুলিং টাওয়ারে স্তম্ভ নির্মাণের জন্য দুই হাজার ৯০০ লোডের ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। এ সময় মোব প্রেসারের হুক ছিঁড়ে এটি নিচে পড়ে যায়। এতে প্রকৌশলী মবিন আহত হন।

পরে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

বিএ-১৬/২৩-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)