গুমাণী নদীতে বস্তায় মিলল মাথার খুলি-কঙ্কাল

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা এলাকার গুমাণী নদীর পাড়ে বস্তায় মাথার খুলিসহ একটি মানব কঙ্কাল পাওয়া গেছে।

বুধবার দুপুরে কৈডাঙ্গা ২৪ নম্বর রেলব্রিজের নিচে নদীর পাড়ে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, ছেলেরা নদীর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় পানিতে একটি বস্তা দেখতে পায়। পরে তারা বস্তাটি খুলে দেখতে পায়, মানুষের মাথার খুলিসহ বিভিন্ন অঙ্গের হাড় ও কঙ্কাল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা ঘটনাস্থলে গেছেন, তারা এখনো ফিরে আসেনি। এলে বিষয়টি বুঝতে পারব।

তবে ধারণা করা হচ্ছে, বর্ষার সময় দূর-দূরান্তের কেউ হত্যার পর মৃতদেহটি বস্তাবন্দি করে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এসএইচ-২৩/০২/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)