পাবনা পুলিশ লাইন্স স্কুলে হলো ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নার

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের দেওয়ালে ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নারের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্নার তৈরি করা হয়।

শনিবার দুপুরে এর উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, ছোটবেলায় বঙ্গবন্ধুর ডাকনাম ছিল ‘খোকা’। আচরণে তিনি খোকাদের মতোই সরল ছিলেন। মানুষকে ভালোবাসতেন, শত্রু-মিত্র সবাইকে বিশ্বাস করতেন। জাতির পিতার আদর্শ, জীবনকর্ম, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা আজকের শিশুরা জানতে পারলে আগামী প্রজন্ম উপকৃত হবে। শিশুরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে বড় করে তুলবে।

তিনি আরও বলেন, সব শিশু অনুপ্রাণিত হবে জাতির পিতার আদর্শে এ লক্ষ্য নিয়েই স্থাপন করা হলো বঙ্গবন্ধু শিশু কর্নার। এটি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত হলে শিশুরা উপকৃত হবে, জাতি উপকৃত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুন্ডু, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

এসএইচ-১০/২৬/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)