উৎসবে পাঠ্যবই পেলো রাজশাহীর শিক্ষার্থীরা

উৎসবের মধ্যদিয়ে রাজশাহীর শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেলো। মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সকাল সাড়ে ১০টায় রাজশাহীর কলেজিয়েট স্কুলে জেলা শিক্ষা অফিস এ উৎসব আয়োজন করে।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তৌহিদ আরা।

এছাড়াও রাজশাহী সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়, লোকনাথ উচ্চবিদ্যালয়, সূর্যকনা উচ্চবিদ্যালয় ও সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মেয়র।

শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে মেয়র লিটন বলেন, নির্বাচনের ডামাডোলের মধ্যেও প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বরাবরেরমতই বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়ার। সরকার কথা রেখেছে। বছরের প্রথম দিনই সারা দেশের শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৭ কোটি পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। কেবল পাঠ্যবই বিতরণই নয়, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামা উন্নয়নেও নজর দিচ্ছে। এখন গ্রামে-গঞ্জেও বড় বড় স্কুলভবন হচ্ছে।

নিজের সময়কালের প্রসঙ্গ টেনে লিটন বলেন, আমাদের সময় আমরা পুরনো পাঠ্যবইয়ে পড়ালেখা করেছি। এখন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পায় শিক্ষার্থীরা। এইকাজটি অত্যন্ত কঠিন। কিন্তু তা সহজেই এই সরকার করে আসছে। এটিকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন লিটন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে খায়রুজ্জামান লিটন বলেন, যারা পাঠ্যপুস্তক পুরোটা পড়ে, তাদের আর নোটবই-গাইডের প্রয়োজন পড়ে না। তাই সব শিক্ষার্থীকেই পাঠ্যবই ভালাভাবে পড়ার অভ্যাস করতে হবে। শুধু পাঠ্যবই-ই নয় জ্ঞানার্জনের জন্য অন্যা বইপুস্তক পড়তে হবে। নিজেকে আলোকিত করতে এর বিকল্প নেই।

রাজশাহী শিক্ষা দপ্তরের দেয়া তথ্যমতে, এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেলায় শিক্ষার্থী রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৬৪২ জন। এবছরই নতুন পাঠ্যবইয়ের চাহিদা ছিলো ৪৯ লাখ ৯৯ হাজার ৭৪৩ কপি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন। প্রথম দিনেই বিতরণ করা হয়েছে প্রাক প্রাথমিকের ৪৮ হাজার ২০৯ কপি এবং প্রাথমিকের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮ কপি পাঠ্যবই।

অন্যদিকে, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবছর মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৬ জন। প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ২৯ কপি পাঠ্যবই। কয়েকটি ধাপে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।’

বিএ-২১/০১-০১ (নিজস্ব প্রতিবেদক)