চাকরি স্থায়ীকরণে টানা আন্দোলনে রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মচারীরা

চাকরি স্থায়ীকরণ দাবিতে টানা আন্দোলনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ৬২ জন কর্মচারী শিক্ষাবোর্ডের চত্বরে মানববন্ধন করেন।

এনিয়ে সমাবেশও করেন কর্মচারীরা। দৈনিক হাজিরাভিত্তিক অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ সমিতির নেতারা এতে বক্তব্য দেন।

তারা বলেন, তারা যে দাবিতে আন্দোলন করছেন এটি তাদের ন্যায় সঙ্গত দাবি। কিন্তু তা বাস্তবায়ন করছেনা কর্তৃপক্ষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন তারা।

এদিকে, দাবি বাস্তবায়নে কর্মসূচি শেষে আন্দোলনকরীরা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের সাথে কথা বলেন।

এর আগে রোববার একই দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত কর্মচারীরা।

বিএ-১৬/০৮-০১ (নিজস্ব প্রতিবেদক)