রাজশাহীতে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় গৃহবধূ ও শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মনিগ্রাম ও আড়ানী এলাকায় মারা যান এরা।

নিহতরা হলেন- মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের ইতালি প্রবাসী মিটুল হোসেনের স্ত্রী ইসমত আরা বেগম (২৫) ও আড়ানীর নূরনগর এলাকার আলাল উদ্দিনের মেয়ে রাণী খাতুন (১১)। রাণী খাতুন এলাকার পাকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

জানা গেছে, ছয় বছরের শিশু সন্তান মোনায়েম হোসেনকে শাসন নিয়ে শ^শুর আইয়ুব আলী গালমন্দ করেন পূত্রবধূ ইসমত আরাকে। এনিয়ে বাড়ির পাশের আমগাছে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ। খবর পেয়ে দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এনিয়ে আইনী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

অন্যদিকে, আড়ানী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য কালাম মন্ডল জানান, দুপুরে নির্মানাধীন ভবনে পানি ছিড়াতে গিয়ে দেয়াল চাপা পড়ে শিশু রাণী। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন অভিযোগ না থাকায় শিশু রাণীর মরদেহ দাফনে অনুমতি দেয়ার কথা জানিয়েছে ওসি মহসিন আলী।

বিএ-১৮/০৮-০১ (নিজস্ব প্রতিবেদক)