রাজশাহীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগামী বাসের ধাক্কায় লোকমান হোসেন (৪৫) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার সিএন্ডবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান উপজেলার মাটিকাটা ভাটা এলাকার এন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন লোকমান হোসেন। এসময় চাঁপাইনবাগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেল্স এর একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়।

মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ইরফান। খবর পেয়ে দমকল কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় এর চালক ও হেলপারকে আটক করা যায়নি।

এনিয়ে নিহতের পরিবারের অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

বিএ-০২/২৬-০২ (নিজস্ব প্রতিবেদক)