রাজশাহী জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত্ব রাজশাহী জুট মিলের শ্রমিকরা বিক্ষোভে নেমেছেন। বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে রোববার এই বিক্ষোভ করেন তারা।

বেলা ১১ টার দিকে নগরীর কাটাখালীতে অবস্থিত জুট মিলের শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। এসময় মিলের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন মিলের প্রায় ৮০০ শ্রমিক।

তবে প্রশাসনের অনুরোধে রাস্তার পাশে তারা অবস্থান নেন। পরে জুট মিলের ভেতরে গিয়ে পথ সভা করেন আন্দোলনরতরা।

পথসভায় শ্রমিক নেতারা জানান, গত জানুয়ারি থেকে জুট মিলে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বকেয়া বেতন প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ শ্রমিকদের ৯ দফা দাবি দাবি জানাচ্ছেন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও আসে পথ সভা থেকে।

সেখানেই ঘোষণা আসে, আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল দশটার দিকে জুট মিলের প্রধান ফটকের সামনে লাঠি মিছিলের।

এর মধ্যে দাবি আদায় না হলে ২ এপ্রিল থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটে যাবেন শ্রমিকরা। প্রয়োজনে আগামীকে কঠোর আন্দোলনে নামারও ঘোষণা দেন শ্রমিক নেতারা।

বিএ-০৭/৩১-০৩ (নিজস্ব প্রতিবেদক)